সাতকানিয়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শঙ্খনদীতে বালুবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক আবদুল হামিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নৌকা ডুবে যাওয়া স্থানের অল্প দূরুত্ব থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, ডুবুরি দল গতকাল সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করে এবং সকাল ৮ টার দিকে শ্রমিক হামিদের লাশ উদ্ধার করে।












