স্বচ্ছতা নিশ্চিতে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি’সহ অন্যান্য ফি আদায় প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর অংশ হিসেবে সোনালী ব্যাংকের সঙ্গে গতকাল বুধবার চুক্তি করেছে সংস্থাটি। চুক্তির ফলে প্রাথমিকভাবে চসিক পরিচালিত আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাংকের মাধ্যমে তাদের যাবতীয় ফি পরিশোধ করবেন। এক্ষেত্রে ব্যাংকটির পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনেও ফি পরিশোধ করা যাবে।
চুক্তির আওতায় আসা আট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে–অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার এএএস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং হোসেন আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ। গতকাল টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড এবং চসিকের মধ্যে এ নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর হয়।












