ডাস্টবিনে কাটা হাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

নগরীর খুলশী এলাকায় ডাস্টবিন থেকে মানুষের কাটা হাতের একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে হাতটি কার তা শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে হাসপাতালের বর্জ্য থেকে হাতটি আবর্জনার স্তূপে আসতে পারে। গতকাল সকালে ঢেবারপাড় এলাকার কুসুমবাগ আবাসিকের পাশে একটি ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় হাতটি পড়ে থাকতে দেখে পরিচ্ছন্নতা কর্মীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম হাতটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজাদীকে জানান, হাতটি কনুই থেকে কাটা। কবজি ও কনুইতে আঘাতের চিহ্ন আছে। কাটা হাতটি সেলাই করা ও ব্যান্ডেজের কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। আশপাশের কোনো হাসপাতাল থেকে ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে কাটা হাতটি ডাস্টবিনে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া কারও হাতটি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে বলে আমাদের ধারণা।

পূর্ববর্তী নিবন্ধচুরির অভিযোগে নারী ও শিশুকে পেটালেন ইউপি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমন্ত্রীর পিএ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার