দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরুর ৫ দিন পার না হতেই আবারো যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। যার ফলে কারখানায় কর্মরত শ্রমিক–কর্মচারীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। সিইউএফএল সার কারখানার মহাব্যবস্থাপক (এডমিন) মইনুল হক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সার কারখানা সূত্রে জানা যায়, গত বছরের ২২ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ কারখানাটি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে কারখানাটি উৎপাদনে যায়। টানা ৫ দিন উৎপাদন করার পর গত সোমবার আবারো কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।