অথচ তাদের অন্তর মুসলমান নয়; এবং কিছু সংখ্যক ইহুদী মিথ্যা খুব শুনে এবং ওই সব লোকের কথা খুব শুনে যারা আপনার নিকট হাযির হয় নি।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪১) সূরা– মা–ইদাহ্।
এমন অনেক রোজাদার আছে, যাহারা মিথ্যা কথা এবং গীবত হইতে রোজাকে পবিত্র রাখিতে পারে না। আল্লাহতায়ালা তাহাদের ঐ ধরনের উপবাস করার প্রতি কোন ভ্রুক্ষেপ করেন না।
– আল–হাদিস (বোখারী)
প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের নিকট সঠিক।
– কুপার।