চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সুবর্ণ জয়ন্তীতে আগামী ২৭–৩১ মার্চ পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখা।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২৭–৩০ মার্চ বসন্ত উৎসব ও মিলনমেলা, ৩১ মার্চ চট্টগ্রাম জেলা শাখার দ্বি–বার্ষিক সম্মেলন ও স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রতিদিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে মাতৃপূজা ও অঞ্জলি প্রদান, রাষ্ট্রীয় ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা, প্রসাদ বিতরণ এবং দেশ–বিদেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে পূজার্থী জনগণ ও পূজা পরিষদ নেতৃবৃন্দের সবান্ধব পরিজন উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। প্রেস বিজ্ঞপ্তি।