পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার সমাগ্রী বিতরণ করা হয়েছে।
৩১নং আলকরণ ওয়ার্ড : নগরীর ৩১নং আলকরণ ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে কাউন্সিলর আব্দুস সালাম মাসুমের ব্যক্তিগত উদ্যোগে ইফতার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কাউন্সিলর আব্দুস সালাম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ–কমিটির সাবেক সহ–সম্পাদক শওকত হোসাইন, মহিলা কাউন্সিলর নিলু নাগ, মহানগর আওয়ামী লীগ নেতা রহুল আমিন তপন, মহানগর যুবলীগের সাবেক সদস্য প্রবীর দাশ তপু, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল আজম, ফারুক শিবলী, শওকত ওসমান মুন্না, ডা. সজীব তালুকদার, মোরশেদুর রহমান, কফিল উদ্দিন আরমান।
তাহের নাহার ফাউন্ডেশন : পাঁচলাইশে স্বেচ্ছাসেবী সংস্থা তাহের নাহার ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গত বৃহস্পতিবার হাজী পাড়া এলাকায় তাহের নাহার ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যেকোনো উন্নয়নে সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে বেসরকারি উন্নয়ন পদক্ষেপ সেই উন্নয়নকে ত্বরান্বিত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সি– ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিক উদ্দিন কালু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মহিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন বাবুল, আবুল কালাম আজাদ, আমিনুল করিম, মো. এনাম ও এমরান মাহমুদ রনি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল হাজিপাড়া যুব কিশোর পরিষদ।
এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : প্রতি তবছরের ন্যায় এবারেও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন। আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার অসহায় গরীব দুঃস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রমযানের ১ম দিনে বিকেল ৫টায় নগরীর নন্দনকানন, এনায়েত বাজার তিন পুলের মাথায় ইফতার বিতরণ করা হয়। এই সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মানুষকে খাওয়ানোর মাঝে আত্মার শান্তি মিলে। আমি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শে দীক্ষিত হয়ে প্রতি বছর ইফতার বিতরণ করে থাকি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসির উদ্দীন ফাহিম, কুতুবউদ্দিন উদ্দীন, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদিন, মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, জুবায়ের আলম আশিক, মোঃ রুবেল, কাজী ইসমাইল সাকিব, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইয়াছির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।
মধ্যম হালিশহর কলতান সংঘ : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নগরীর বন্দর থানাধীন সামাজিক সংগঠন মধ্যম হালিশহর কলতান সংঘের উদ্যোগে গতকাল বাদ জুমা হতে দিনব্যাপী দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী সংঘের অফিস প্রাঙ্গণে বিতরণ করা হয়। দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ১ নম্বর সাইট পাড়া নতুন জামে মসজিদের খতিব মৌলানা বেলাল উদ্দিন নোমানী। এসময় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সরওয়ার আলম সদস্য মো. জয়নাল আবেদীন, সংঘের সভাপতি মো. নোমান, সহ সভাপতি মো. শাহীন, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন, মো. আরিফ, সালাহ উদ্দীন, আবু নাছের, মো. হোসেন, মো. আবুল কায়সার, মিজবাহ উদ্দীন, আবুল কালাম, রেজাউল হক রাজু, জালাল উদ্দীন, মো. সাহাব উদ্দীন, মো. আজিজ উল্যাহ, জামাল উদ্দীন, গোলাম মোহাম্মদ রাশেদ প্রমুখ।
খুলশী থানা যুবদল : খুলশী থানা যুবদলের উদ্যোগে গতকাল ইফতার ও সেহেরী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ। থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সহ–সভাপতি নুর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, শাহজালাল পলাশ, নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মনোয়ার হোসেন মানিক, গুলজার হোসেন মিন্টু, মোহাম্মদ হোসেন উজ জামান, আব্দুল করিম, মোহাম্মদ ইউনুস মুন্না, আরিফুর রহমান (মাস্টার আরিফ)। বাদশা আলমগীরের সঞ্চালনায় এতে মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ জামিল হোসেন, নাসির উদ্দিন, মোহাম্মদ জসিম, এমদাদ হোসেন মিঠু, ওমর ফারুক, মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ মানিক, মোঃ মোশারফ, মোঃ শফিক, আব্দুর রহমান মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোঃ সোহেল বাবু, মোহাম্মদ আমিন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মাসুদ, পিচ্চি সোহেল, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ জুয়েল, হোসেন রকি, মোহাম্মদ মিজান, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন পিন্টু, মো. জনি, মোহন, মো. সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
৮নং শুলকবহর ওয়ার্ড : রমজান উপলক্ষে গতকাল সাবেক কমিশনার ও মহানগর আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ মামুনের বাসভবনে তার ব্যক্তিগত উদ্যোগে এলাকার অল্প আয়ের ও দরিদ্র জনসাধারণের মাঝে ৮ পদের ৩০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সারওয়ার্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি নাছির হায়দার বাবুল, খুলশী থানা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ সুমন, সাইফুল ইসলাম, মো. হোসাইন, আক্তার ফারুক, কফিল উদ্দিন খোকন, তৌহিদুল আনোয়ার সেন্টু, সাইফুল ইসলাম, আবু বক্কর চৌধুরী, এরশাদ মুন্না, আজিজ আহমেদ, এম এ খালেক, সৈয়দ মোরশেদ আলম, রিফাত জাবেদ ডন, গিয়াস উদ্দিন, রোকন উদ্দিন, খোরশেদ আলম বাসেদ, ওমর আলী সুমন, জালাল উদ্দিন বাবু, এম আর এ রিদয়, আবরার কবির ফাহিম, খুরশিদ বিন সুহাদ, আকিফুল ইসলাম ফরহাদ, মোহাম্মদ রিপন প্রমুখ।
পটিয়ায় আশিয়া আবুল বশর ফাউন্ডেশন : পটিয়া উপজেলায় আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার আশিয়া ইউনিয়নে হাজী আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিনের উদ্যেগে পাঁচ শতাধীক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রহিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আজিজুল হক এজাজ, আনোয়ার তালুকদার, চৌধুরী মাহফুজুল আলম, মোজাম্মেল হক মুহিবুল্লাহ, আলী আকবর, আতিকুর রহমান অপু, আব্দুল মন্নান, নুরুল হক, মহিউদ্দিন, হেলাল উদ্দিন, জালাল উদ্দীন, মানিক উদ্দিন, শাহাদাত হোসেন শাইরু, শরীফ খোকন, জাহেদ, বিজয়, সাকিব, শহিদ, সিমান, সামির, তাহসিন, মান্না, ইমন।
নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশন কার্যালয়ে শুক্রবার অসহায় মানুষের মাঝে নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ৪০ জন হতদরিদ্রের হাতে সামগ্রীগুলো তুলে দেন সংস্থার নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ। ‘মানুষ মানুষের জন্য’– স্লোগানকে ধারণ করে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ফাউন্ডেশন। সংস্থার নেতৃবৃন্দের মতে, রশিদ মূলে আয় ও ভাউচার মুলে ব্যয়ের নীতিতে মানুষের দেয়া অর্থই নিষ্ঠার সাথে খরচ করা হচ্ছে মানুষের কল্যাণে। নিরলস সেবা দিয়ে যাচ্ছেন নিষ্ঠার একঝাঁক উদ্যোমী একনিষ্ঠ স্বেচ্ছাসেবক।
ফেরদৌস–নবী ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ফেরদৌস–নবী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম শিপু ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমি মাসব্যাপী এ বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ রেজা চৌধুরী, নুরুল হাসান টিপু, মোহাম্মদ সিরাজ, জহির উদ্দিন বাবর, ইমরান লিটন, কামাল, আলম, জয়নাল, আরিফ, রানা, জাবেদ, মোহাম্মদ সোহেল, জাকির, সালাউদ্দিন, সাকিব, সবুজ, আমির মাহমুদ খুসরু রাজু।
গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা : মাহে রমজান উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম মিলনায়তনে গরীব দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা আনোয়ার, ডা. বরুণ কুমার আচার্য বলাই, বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাংবাদিক সমীর কান্তি দাশ, ঝুমুর সর্দার, মিটু দাশ গুপ্ত, নারায়ন আচার্য, বিজন শীল, সুমন শীল, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, কাশ্মিরি দাশ, সোনরাম আচার্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল। অনুষ্ঠানে ৭০ জনকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৪০নং ওয়ার্ড : মাহে রমজান মাস উপলক্ষে পতেঙ্গায় সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানির সার্বিক সহযোগিতায় পূর্ব কাটগড়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে কয়েক হাজার দুস্থ পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব মোহামেডান ব্লুজের সভাপতি কাউন্সিলর আবদুল বারেক, শেখ মোয়াজ্জেম হোসেন, কাউছার আলম, এইচ আর এডমিন মুকুল দে, আনিফুর রহমান, সুনায়ন বড়ুয়া, সালেহ আহমদ ও শাহীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।