২৫ মার্চের কালো রাত

মিতা দাশ | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

একটি অন্ধকার রাতের কথা বলতে চাই,

একটা সুন্দর রাতকে কিভাবে কালো থেকে

আরো কালো করেছে পাকিস্থানিরা

সেই ভয়ংকর কালো রাতের কথা বলতে চাই।

সমস্ত কাজ ও দিনের শেষে মানুষ যখন

শান্তির পরশ পেতে ঘুমকে করে আশ্রয়,

১৯৭১ সালে ২৫ শে মার্চের রাতে

পাকিস্তানিরা করলো হামলা তখন।

যুদ্ধের ভয়াবহতা বুকে নিয়ে একটু শান্তির আশায়

একসাথে ছিলো যারা

প্রাণ হারালো গুলিতে সবাই

বিনা অপরাধে গেলো মারা।

হঠাৎ করে কিছু বোঝার আগেই ঘুমের মধ্যে

এলোপাতাড়ি গুলি পাকিস্তানীরা উড়িয়ে দিলো

সকল নিরীহ মানুষের মাথার খুলি।

এক রাতে হাজারে হাজারে

প্রাণ নিলো হায়েনার দল

বুঝতে পারেনি, বাঙালির মনের সাহস কতটা

বুকে, মনে তাদের আছে কতটা বল?

আঁধারের শেষেও যে আলোর দিশা পাবে বাঙালি

ওরা জানতো না

বাংলাদেশ হবে আমাদের

এটা পাকিস্তানিরা বুঝতে পারলো না।

সেই বিভীষিকাময় রাতের কথা

ভোলা যাবে না কোন কালে,

কত প্রিয়জন হারিয়ে সবাই

কেঁদে ভাসানো চোখের জলে।

স্বাধীনতা আনলো বাঙালির দল

বর্বর পাকিস্তানীদের হারিয়ে

অন্ধকার শেষে আলোর দিশা পেলো

নতুন সূর্যের ভোর হলো আমাদের।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধআমরা চেষ্টা করলেই ইতিবাচক হতে পারি