বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তিনদিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। আইকিউএসির পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম
আওরঙ্গজেব। আইকিউএসির অতিরিক্ত পরিচালক আইন বিভাগের শিক্ষক মো. আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্যাসিলেটের্স ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রানা করন, সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক গোলাম শাহারিয়ার। উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ফার্মেসী বিভাগের শিক্ষক জাহেদ বিন রহিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চাহিদা অনুযায়ী মান সম্পন্ন মানব সম্পদ তৈরীর লক্ষ্যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পঠন পাঠন ও সিলেবাস আউট কাম বেইজ্ড পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। আমাদের শিক্ষকদের এই বিষয়ে দক্ষ করার লক্ষ্যে তিনদিনব্যাপী এই ওয়ার্কশপ অত্যন্ত গুরুত্বপূর্ন বলে আমি মনে করি। এই ওয়ার্কশপ থেকে শিক্ষকরা ছাত্র–ছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করার জন্য প্রয়োজনীয় অনেক কিছু জানতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।