বাংলাদেশ চা বোর্ডের ৮৯তম বোর্ড সভা গত সোমবার টি রিসোর্ট এন্ড মিউজিয়াম, শ্রীমঙ্গলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট এন্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া বোর্ডের সদস্যবৃন্দ দেশের চা শিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা এবং এ শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যত করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বাংলাদেশ চা বোর্ডের সচিব মোছা: সুমনী আক্তারের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ড. মো. আমিনুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার, মো. সাবিরুল ইসলাম, যুগ্মসচিব মো. খলিলুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিলেট জাকারিয়া, সদস্য (অর্থ ও বাণিজ্য), মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপসচিব তরফদার সোহেল রহমান, বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান এম শাহ আলম, টি ট্রেডার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান, টি এসোসিয়েশনের সদস্য কামরান টি রহমান এবং ন্যাশনাল ব্রোকার্সের চেয়ারম্যান এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।