চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৮.২৭ কোটি টাকা। ৪,৪৮৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৯৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩২৪.৭৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২২.২৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৬.০৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৫৭৮.৬৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭,৯১০.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,১৮৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩০ টির, কমেছে ২৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১২০ টির।