আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আজিমহাকিম স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন হাকিম আলী। আজিমহাকিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা আজিম পাড়া আজিমহাকিম স্কুল এন্ড কলেজে গত শুক্রবার দুপুরে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজিমহাকিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনজুর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য এম এ সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহাকারি প্রধান শিক্ষক অখিল চন্দ্র পাল। অনুষ্ঠানে আজিমহাকিম স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ছাত্রছাত্রীদের সাথে নিয়ে সব শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ২৫ কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
পরবর্তী নিবন্ধমোহরায় সুকুমার চৌধুরীর সমর্থনে পথসভা