সরকারি খাদ্য গুদামের চাল অবৈধভাবে সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন, বন্দরের খালপাড়ের মো. নুরুজ্জামানের ছেলে পারভেজ ও কুমিল্লার বুড়িচং এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. নুরনবী। গত মঙ্গলবার রাতে বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি গোডাউন ও একটি পিকআপে রক্ষিত বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার আজাদীকে বলেন, সরকারি খাদ্য গুদামের চাল, ডাল ,গম এবং অন্যান্য ভোগ্যপণ্য কম দামে সংগ্রহ করে মজুদ করতেন আসামিরা। পরে সেগুলো নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানে করে খুচরা ব্যবসায়ী ও পাইকারি বাজারে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে তা বাজারজাত করেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি খাদ্য গুদামের চাল অবৈধভাবে সংগ্রহ করে সরকারি খাদ্য গুদামের বস্তা পরিবর্তন করে বিভিন্ন কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে পাইকারি ও খুচরা বাজারে বিক্রয় করে আসছিলেন তারা। গ্রেপ্তার পরবর্তী দুজন এর সত্যতা স্বীকার করেছেন বলেও জানান র্যাব কর্মকর্তা নুরুল আবছার।