মানবকল্যাণে কাজ করে যেতে হবে

মুসল্লিদের সাথে মতবিনিময়ে লায়ন ইমরান

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আন্তরিকতার সাথে কোরআন তেলওয়াত ও মানব কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন লায়ন মোহাম্মদ ইমরান। সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ আব্দুল্লাহ্‌ ঘাটা বাইতুল মামুর জামে মসজিদে গত শুক্রবার জুমার নামাজে মুসল্লিগণের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। এসময় লায়ন ইমরান বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সরকারের এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জনগণের পক্ষে আপামর জনসাধারণের সুখ ও সমৃদ্ধির উদ্দেশ্যে কাজ করার জন্য মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, লায়ন মোহাম্মদ ইমরান মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ প্রাক্তন চেয়ারম্যান ফরিদুল আলমের নেতৃত্বে মসজিদ কমিটির সদ্যস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। জুমার নামাজ শেষে তিনি মুরুব্বিদের কবর জিয়ারত করেন এবং উপস্থিত মুসল্লিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে খাজা গরীবে নেওয়াজের ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধসুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ