চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব–১২ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সকালে শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন।
এই টুর্নামেন্টে চট্টগ্রামের প্রতিষ্ঠিত ১০টি ক্রিকেট একাডেমি ২ ভাগে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করছে। পরবর্তীতে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দল নক আউট পদ্বতিতে সেমিফাইনাল ও ফাইনালে অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি মো. আজিম ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম (ফটিক) সহ বিভাগীয় প্রধান গণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (এ) দল ৯ উইকেটে ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে । টসে জিতে ইস্পাহানী ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৫৩ রান করে। অমিত সর্বোচ্চ ৩৬ রান করে। জবাবে জুনিয়র ক্রিকেট ট্রেনিং
একাডেমি (এ) ১ উইকেট হারিয়ে ৫৪ রান করে। দলের পক্ষে রাহিন সর্বোচ্চ ৩২ রান করে। জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি (এ) দলের রাহিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মরতুজা। দিনের ২য় খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি
(এ) দল ২ উইকেটে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে। তানভির সর্বোচ্চ ৩৮ রান করে। জবাবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি (এ) ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। দলের পক্ষে আওয়ান
সর্বোচ্চ ৩৮ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন স্পোর্টস কমপ্লেক্সের উপ–পরিচালক ডা. সারওয়ার আহমেদ ।