৪২ ইঞ্চির বর-কনে!

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

আলআমিন হোসেন। বয়স ৩৩ হলেও উচ্চতা মাত্র ৪২ ইঞ্চি। তাই দীর্ঘদিন ধরেই আলআমিনের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার পরিবার। অন্যদিকে, ৩০ পার হয়ে গেলেও বিয়ে হচ্ছিল না আসমা খাতুনের। কারণ তার উচ্চতাও যে ৪২ ইঞ্চিই। মিলছে না জুতসই পাত্র। তাই তো আসমা খাতুনের বিয়ে নিয়েও চিন্তায় ছিলেন তার বাবামা। অবশেষে সব দুশ্চিন্তার অবসান। দুজনের জন্যই মিলেছে জুতসই পাত্রপাত্রী। দুয়ে দুয়ে চার হয়ে, চার হাত এক হয়েছে। খবর বাংলানিউজের।

দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে খর্বকায় এই দুই নারীপুরুষের বিয়ে হওয়ায় খুশী দুই পরিবার লোকজন। গত শুক্রবার কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার করিমপুর গ্রামের কনে আসমা খাতুনের বাড়িতে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ে হয় আলআমিনের। আলআমিন ঝিনাইদহের শৈলকুপা

উপজেলার চরবাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে। কনে আসমা খাতুন কুষ্টিয়া জেলার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে। বিয়ের পর নববধূ আসমা খাতুন এসেছেন বরের বাড়ি চরবাখরবা গ্রামে। শনিবার (৪ মার্চ) এই নব দম্পতিকে দেখতে বরের বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। দুজনকে

দেখতে এসে উপহারও দিচ্ছেন অনেকে। জানা গেছে, ৪২ ইঞ্চি তথা সাড়ে ৩ ফুট উচ্চতার আলআমিনের পরিবারে ৫ ভাই ও এক বোন। আলআমিন ভাই বোনের মধ্যে সবার ছোট। বাবা আব্দুল খালেক কৃষি কাজ করেন। কৃষক আব্দুল খালেক জানান, বয়স ৩৩ হয়ে গেলেও বিয়ে হচ্ছিল না ছোট ছেলে আল

আমিনের। তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। অবশেষে বিয়ে দিতে পেরে ভীষণ খুশি। তারা সংসার জীবনে ভালো থাকুক, সুখী হোক সেই দোয়া করি।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাব পুলিশ ও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা
পরবর্তী নিবন্ধ২৩নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন