শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার বিশ্বের সাথে প্রতিযোগিতায় তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে যুগোপযোগী শিক্ষার উন্নয়নে কাজ করছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনসহ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করছেন। সরকারের শিক্ষার এই উন্নয়ন

 

কর্মকান্ডে অভিভাবকদের আন্তরিক হতে হবে। তিনি গতকাল শনিবার পৌরসভার আলীপুর স্কুল এন্ড কলেজের নবীন বরন, অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ওসমান কবির রাসেল। সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল উদ্দীন, সাবেক ইউ পি চেয়ারম্যান কবির আহাম্মদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। উদ্বোধন করেন

জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি

ছিলেন ও সি রহুল আমিন সবুজ, শাহনেয়াজ হোসেন চৌধুরী, সৈয়দ মনজুরুল আলম, দেলোয়ার হোসেন মিন্টু, সামশুল আলম, মো. আবদুল কাইয়ূম, রকিবুল ইসলাম, আরিফুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইফুর রহমান। ক্যাপ: আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধচবি চাঁদপুর জেলা স্টুডেন্টস এসো’র নবীন বরণ ও সংবর্ধনা
পরবর্তী নিবন্ধছিপাতলী কামিল মাদরাসার সালানা জলসার প্রস্তুতি সভা