আজ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

সিরিজে ফেরার লক্ষ্য তামিমদের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

সিরিজের প্রথম ম্যাচে হার মেনেছে তামিমরা। সমতা আনতে তাই দ্বিতীয় ম্যাচে চোখ মরিয়া বাংলাদেশের। চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডের আগে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর টানা সাতটি ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা। আট বছর আগে প্রথম ম্যাচ হেরে যাবার পরও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নজির গড়েছিলো বাংলাদেশ। তখন প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা।

এবারের প্রথম ওয়ানডেতে নিজেদের পরিকল্পনামতই খেলেছে ইংল্যান্ড। এমন উইকেটে যেখানে ভারতশ্রীলংকা লড়াই করেছে সেখানে ভিন্ন পরিকল্পনায় খেলেছে ইংল্যান্ড। ঢাকা লিগ ও বিপিএলে টানা ছয় বছর খেলার অভিজ্ঞতা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে ডেভিড মালানের। বল হাতেও বড় ভূমিকা পালন করেছে ইংল্যান্ডের বোলাররা। বাংলাদেশের বিপক্ষে ২২ লড়াইয়ের মধ্যে ১৮টিতে জয় ও ৪টি হার ইংল্যান্ডের। ২০১৫ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়তে পারেনি অন্য দলগুলো, এবার সেটিই করতে চাইবে ইংলিশরা।

দ্বিতীয় ওয়ানডে জিততে পারে তবে একমাত্র দল হিসেবে ২০১৫ সালের পর বাংলাদেশের মাটিতে দু’বার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে ইংল্যান্ড। এদিকে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য ডাক পেয়েছেন শামিম পাটোয়ারি। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। সেই দল থেকে বাদ পড়েনি কেউ। শুধু যুক্ত করা হয়েছে শামিম পাটোয়ারিকে। এতে দলের সদস্য সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১৫ জনে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী তীরের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গ্রুপিং নিরসনের বৈঠকে তর্কাতর্কি