চট্টগ্রাম লেখিকা সংঘ আয়োজিত মাসিক সাহিত্য সভা লেডিজ ক্লাব মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত হয়। একুশের ভাবনা শীর্ষক স্বরচিত লেখা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি বেগম সাবিহা মুসা। বেগম জিনাত আজমের সঞ্চালনায় সভায় বিগত অনুষ্ঠানের প্রতিবেদন পেশ করেন সৈয়দা সেলিমা আক্তার।
স্বরচিত লেখা পাঠ, গান ও কথামালায় অংশ নেন– অধ্যাপিকা এলিজাবেথ আরিফা, অধ্যাপিকা সালমা চৌধুরী, অধ্যাপিকা বেগম সামসুন্নাহার, বেগম লায়লা ইব্রাহিম বানু, মর্জিনা আখতার, অধ্যাপিকা আয়েশা পারভীন, কবি মেহেরুননেসা রশিদ, কোহিনূর শাকি, সৈয়দা সেলিমা আক্তার, নুসরাত সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











