আমার পড়া

শ্রেয়ান চৌধুরী (৩১,৪৪৩) | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

বিদ্যালয়ে আসব যখন

শিখব পড়ালেখা,

চারপাশে খুঁজে পাব

সত্য পথের দেখা।

ধরব কলম, শিখব পড়া

লিখব পুরো খাতা,

মন দিয়ে পড়ব আমি

পাঠ্যবইয়ের পাতা।

ধাপের পর ধাপ এগিয়ে

পড়ব নতুন ক্লাস,

নতুন পড়ায় মনটি দিয়ে

পড়ব সারা মাস।

যত পড়ব তত শিখব

লোকে বলবে বেশ,

খেলার সময় খেলব আমি

পড়ার নেই যে শেষ।

পূর্ববর্তী নিবন্ধআর জেদ করব না
পরবর্তী নিবন্ধকাকতাড়ুয়া