সিজেকেএস ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগের ফাইনাল খেলায় এককে ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের (ওপিএ) এর আসাদ এবং দ্বৈত খেলায় ওপিএ এর আসাদ ও আরাফাত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
গত ২৪ ফেব্রুয়ারি উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ওপিএ এর সভাপতি ওপিএন ইঞ্জি. আবু মো. রাশেদ চৌধুরী, প্রাক্তন সভাপতি মো. ওয়াসিম শরীফ, সাধারণ সম্পাদক রিজভী রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক আবু মো. সাজেদ চৌধুরী ও মো. আনিছ উল্লাহ, সদস্য হাসান রিয়াজ চৌধুরী, জাহিদ সাঈদ, ক্রীস্টোপার ডায়েস, কলিন ডায়েস, নুরুন্নবী চৌধুরী, ইমরুল কায়েস প্রমুখ।