সিনেমার টাইটেল গানে শফি মন্ডল-চন্দনা মজুমদার

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৩ পূর্বাহ্ণ

সদ্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া চন্দনা মজুমদার ও জনপ্রিয় কন্ঠশিল্পী শফি মন্ডল গাইলেন ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গান। সোহেল রানা বয়াতির পরিচালনায় সিনেমাটি নির্মাণাধীন। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। সিনেমার শিরোনাম সংগীত প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে। খবর বাংলানিউজের।

চন্দনা মজুমদার বলেন, সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না। বাউল শফি মন্ডল বলেন, দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী। ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটিতে উঠে আসবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর গল্প। ইতোমধ্যেই সিনেমার কাজ ৭০ ভাগ কাজ শেষ। খুব শিগগিরই বাকি চিত্রধারণের কাজ শুরু হবে। সবঠিক থাকলে চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধথামলো সুভাষের সুরেলা সফর
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগে ওপিএ একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন