লোহাগাড়ার আধুনগরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে ইউনিয়নের ডলু ব্রিজের উত্তর পাশে পুরাতন আরকান সড়কের অংশে অবৈধভাবে দখলদারকে উচ্ছেদ করা হয়।
জানা যায়, একটি প্রভাবশালী মহল সওজ’র জায়গা দখল করে টিনের ঘর তৈরি করে। খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ২২.১ শতাংশ জায়গা পুনরুদ্ধার করা হয়েছে যার পরিমাণ ৩২০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের নির্দেশে উপ-বিভাগীয় প্রকৌশলী মিজবাহ্ উল আলমের সার্বিক তত্বাবধানে অভিযানে উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফসহ সওজ’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, “সওজ’র জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা আমাদের রুটিন ওয়ার্ক যা আমরা নিয়মিতই করে থাকি। রুটিন ওয়ার্ক হিসেবে এটা চলমান থাকবে। খুব অল্প সময়ের মধ্যে সওজ’র সমস্ত জায়গা অবৈধ দখলমুক্ত করা হবে।”