চট্টগ্রামে বসবাসকারী নাটোরের বাসিন্দাদের সংগঠন নাটোর জেলা সমিতির উদ্যোগে মিলন মেলা ও কৃতী সংবর্ধনা গত শুক্রবার আনোয়ারার পারকি সৈকতের রয়েল পার্কে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ তালহার সভাপতিত্বে সংবর্ধনা সভায় এমবিবিএস পাস করায় ডাক্তার নওসীন রহমান তাবাসসুম ও ডাক্তার আনিকা হাসান আপনকে সম্মাননা জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আবদুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর আফজাল, চবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরকার আবদুল্লাহ আজম, সিভাসুরচিফ ইঞ্জিনিয়ার অচিন্ত কুমার চক্রবর্তী, চট্টগ্রাম বন্দরের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মির্জা রাকিবুল ইসলাম, জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তোতা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার আজিজ কিরণ, কেডিএস গ্রুপের কর্মকর্তা উজ্জ্বল, সমিতির সহ–সভাপতি আদুর রহমান মল্লিক, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন সরকার, অর্থ সম্পাদক আবদুর রউফ বক্তব্য দেন।