রামু সরকারি কলেজ : আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামু সরকারি কলেজে অধ্যক্ষ মুজিবুল আলমের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের শহীদদের স্বরণে আহবায়ক সুপ্রতিম বড়ুয়া, কিশোর পাল, আ.ম. মো. জহির, মাহমুদুল হাছান তওহীদ, অহিদুল কবির বক্তব্য রাখেন। তাছাড়া শিক্ষক–শিক্ষার্থীদের সমন্বয়ে একুশের দেয়ালিকা প্রদর্শন, বিতর্ক এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাথে সাথে ৫২ সালের ভাষা শহীদদের জন্য মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মানসী বড়ুয়া ও ইজত উল্লাহ।
দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল : দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল এন্ড কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মো. কামাল হোসেন (ভিপি)। কলেজের শিক্ষক প্রতিনিধি শ্বদেস চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আবদুল গফুর, কলেজ শাখার গণিত বিভাগের প্রভাষক রিদুয়ানুল আলম, মো. সেলিম এবং পরিতোষ বড়ুয়া।
কেজিডিসিএল : মহান শহীদ দিবস উপলক্ষ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে কেজিডিসিএল কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবদেন করা হয়।
বিএইচবিএফসি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ২১ ফেব্রুয়ারি দিবসের সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের শ্রদ্ধার্থে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বুকে শোকের প্রতীক কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গনে নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং দিবসটির তাৎপর্য শীষক এক আলোচনা ও শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নানের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরী সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মেঘনা পেট্রোলিয়াম ম্রমিক ইউনিয়নের সিবিএ নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের নেতৃত্বে প্রভাতফেরীতে যোগ দেন অর্থ ও দপ্তর সম্পাদক মো. আইয়ুব, সসদস্য মোহাম্মদ জহির উদ্দিন আকবর, আমিরুল ইসলাম, ইউসুফ আলী, রনি কর, মোঃ মঈনুল ইসলাম খান, রাজীব নাথ, আবদুর রহিম প্রমুখ।
আওয়ামী লীগ মহিউদ্দিন বাচ্চু : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে নগরীর চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, মাহাবুবুল হক সুমন, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিব, এস এম সাইদ সুমন, মোঃ ইসহাক, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, আজিজ উদ্দিন চৌধুরী, আফতাব উদ্দিন রুবেল, আরিফুল ইসলাম, আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, শফিকুল হাসান রিপন, জহির উদ্দিন বাবুরী, আবদুর নূর জুয়েল, হিরু, আবদুল নাহিদ, নূর উদ্দিন মিলটন, এড. সৈয়দ রবি প্রমুখ।
আইইবি, চট্টগ্রাম : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলনের পর প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এবং নব–নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদসহ বিপুল সংখ্যক প্রকৌশলী প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন।
কাগতিয়া মাদরাসা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজানস্থ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল–ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও তৎপরবর্তী জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক লিয়াকত আলী চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ মোবারক প্রমুখ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ফাতেহা শরীফ আদায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরিশেষে মিলাদ–কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, জাতির জনক–সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন আল্লামা মমতাজুল হক নূরী।
সাবেক মেয়র মনজুর আলম : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে সাবেক মেয়র এম. মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত মোস্তফা–হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ, তাহের–মনজুর কলেজ, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, মোস্তফা–হাকিম কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল, নিউ মনছুরাবাদ মোস্তফা–হাকিম কিন্ডারগার্টেন ও হাই স্কুল, মোস্তফা–হাকিম প্রাথমিক বিদ্যালয় ও হোছনে আরা মনজুর বিদ্যানিকেতন সহ তাহের–মনজুর ইসলামিয়া মাদ্রাসা এবং এতিমখানাসমূহের যৌথ উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে খামার বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং ছাত্র–শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম। প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম। বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ শাহিদুল আলম, সামসুদ্দোহা, নিপুর চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, মাহফুজুল হক চৌধুরী, বাদশা আলম প্রমুখ।
বায়েজিদ মডেল স্কুল : বায়েজিদ মডেল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথমেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল হকের নেতৃত্বে প্রভাতফেরির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেদ ইকবাল বাবু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন। আলােচনা পর্ব শেষে শুরু হয় এক মনাজ্েঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, মুন্নী বড়ুয়া, মো. আল–ঈশাদ চৌধুরী, মো. মানজুরুল হক, রোমানা আক্তার, রাবেয়া সুলতানা, তানভীর তাবাসসুম তারিন প্রমুখ।
সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসহাব উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন মমতাজ উদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল বশর ভূঁইয়া। অধ্যাপক দেবাশীষ বড়ুয়ার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, মিনহাজুল হুদা, শিখা রাণী দে, নজরুল ইসলাম, আবু বাকের সিদ্দিকি, ছামিরুল ইসলাম, রবীন্দ্র চৌধুরী, কাজী নজরুল ইসলাম, ফরিদুল হক ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ : উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালন করা হয়েছে। রাত ১ মিনিটে শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি ও বিকেলে সংগঠন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহ–সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ উপস্থাপন করেন। এতে আলোচনা করেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হালিম, ওয়ার্ড আওয়ামী লীগের নুর আহমদ, নুর মোহাম্মদ, নুরুল আবছার, সামসুদ্দিন, আলী আকবর, মোহাম্মদ জাবের, নুরুল হুদা, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল আকতার, নুরুল ইসলাম, জাফর আহমদ, সাদেকুর রহমান, হাজী মো: ইদ্রিছ, সুলতান আহমদ, মাহমুদুল হক, নাছির আহমদ, মোহাম্মদ হোসেন সুমন সহ অন্যরা।












