চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন ৪৬.৯১ কোটি টাকা। মোট ১,৩০৯টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৮৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৬০.৪৯ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৫.৫১–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬০.২৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক পয়েন্ট ২৮.৮০ কমে দাঁড়িয়েছে ১,৭০২.৯৬ পয়েন্টে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,২২৮.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২২টির। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।