শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে গতকাল রোববার অনিরুদ্ধ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ফারুক তাহেরের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল। সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী আবদুর রহিম, মো. মোস্তফা কামাল, আবদুল হালিম ও শ্রেয়সী রায়। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদলা, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, নৃত্যময়ী একাডেমি ও উড়িসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার। একক সঙ্গীত পরিবেশন করেন কৌশিক দত্ত, অর্পা দে, আইভি দাশ রিউ, শান্তা দাশ, সমাপ্তি বড়ুয়া ও সমরজিতা মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর পূর্তিতে ঢাবিতে গাইবে ‘চিরকুট’
পরবর্তী নিবন্ধভ্যালেন্টাইনের বিশেষ নাটক ‘১৩৮ তম দিন’