২০ বছর পূর্তিতে ঢাবিতে গাইবে ‘চিরকুট’

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’ প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে গেল গানের দলটি। এই দীর্ঘসময়ের পথচলায় তারা উপহার দিয়েছে বহু শ্রোতাপ্রিয় গান। পেয়েছে অনেক সাফল্য ও স্বীকৃতি। আসছে ২৩ ফেব্রুয়ারি ২০ বছর পূর্ণ করবে ‘চিরকুট’। এ উপলক্ষে ওই দিন সেদিন সন্ধ্যা ৬টায় দলটি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে কনসার্ট করতে যাচ্ছে। খবর বাংলানিউজের। এতথ্য নিশ্চিত করে দলটির প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, এই পথচলাতেই আমাদের আনন্দ। গানে গানে ২০ বছর পার করেছে চিরকুট। এত এত সাফল্য, অর্জন এসেছে কেবলই শ্রোতাদের জন্য। এই শ্রোতারা আমাদের

কাছে শক্তি, প্রেরণা। তাদের সঙ্গে ২০ বছর পূর্তির মুহূর্তটা ভাগ করে নিতেই কনসার্টে গাইব। বর্তমানে চিরকুট ব্যান্ডের লাইনআপ: শারমিন সুলতানা সুমি (ভোকাল), পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (গিটার, বাঞ্জো, মান্ডোলিন), দিদার হাসান (বেজ), জাহিদ হাসান নিরব (কিবোর্ড, হারমোনিয়াম)

পূর্ববর্তী নিবন্ধহিন্দি সিনেমা আমদানিতে এখন আর অসুবিধা নেই : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী