কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ কয়েকদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় ইয়ং স্টার ব্লুজ বড়ো জয় পেয়েছে। তারা ১৭৩ রানের ব্যবধানে একদা ঐতিহ্যবাহী স্টার ক্লাবকে পরাজিত করে। টসে জিতে টসে জিতে ইয়ং স্টার ব্লুজ প্রথমে ব্যাট করতে নামে। ৪৯.১ ওভার ব্যাট করে ২৯৩ রান সংগ্রহ করে তারা সব উইকেট হারায়। দলের ওপেনার সিফাত উদ্দিন ৩১ বলে ৬৪ রান করেন।
৯টি চার এবং ৩টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া বাদশা খালেদ টগর ৪৬,তানজিদ হাসান ইমন ৪৬,জাভেদ বিন আলম ৪৩,মাহিন হাসান ৩০, আবেদুর রহমান সানভি ১৭ রান করেন। স্টার ক্লাবের সাজ্জাদ গাজী ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন নোমান ইবনে জামাল,নাসির আহমেদ এবং তালহা চৌধুরী।
জবাবে স্টার ক্লাব ২৬ ওভার ব্যাট করে ১২০ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে তালহা চৌধুরী সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া সাজ্জাদ হোসেন ২১ এবং নাসির আহমেদ ১৫ রান করেন। ইয়ং স্টার ব্লুজের মো. আমির আজিজ, দেলওয়ার হোসেইন এবং তানজিদ হাসান ইমন প্রত্যেকে ২টি করে উইকেট নেন।