দীর্ঘ ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা রোজিনা। ‘ফিরে দেখা’ দিয়ে ফেরার কথা ছিল চলতি মাসেই। কিন্তু পিছিয়েছে ছবি মুক্তির তারিখ। রমজান চলে আসায় আপাতত ছবিটি মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। তাহলে কবে ফিরছেন রোজিনা? ছবির মুক্তি পেছানো প্রসঙ্গে রোজিনা জানান, মার্চেই মুক্তির তারিখ ঠিক করা ছিল। কিন্তু সামনে রমজান চলে আসায় সিদ্ধান্ত বদলেছেন তিনি। তার কথায়, মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হয়েছে ‘ফিরে দেখা’।
ছবির প্রেক্ষাপট যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে তাই প্রযোজক সমিতি থেকে মার্চে মুক্তির ডেটও নিই। কিন্তু মার্চের পরেই রোজা শুরু হবে। তার আগে শবে বরাত রয়েছে। সব মিলিয়ে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সব কিছু ঠিক থাকলে রোজার ঈদের পর ছবিটি মুক্তি দেব।
সরকারি অনুদানের সিনেমাতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন রোজিনা। এতে তার বিপরীতে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ছবিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এর কাহিনি রচনাও তার।