বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে কার খাদে

দুই ব্যবসায়ী আহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাট টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে দুই ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কারটিও। গতকল সকাল ৭টায় পোর্ট কানেক্টিং রোড হয়ে প্রাইভেট কারটি ঢাকাচট্টগ্রাম মহাসড়কে উঠার সময় ফৌজদারহাট টোল রোডের গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ড্রাইভার রক্ষা পেলেও গাড়ির মালিকসহ দুই ব্যবসায়ী বন্ধু মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে ব্যবসায়ী তাসনিম বিন সাইফুলের মাথা ফেটে গেছে। তার মাথায় ১১ সেলাই হয়েছে বলে জানান গাড়ির মালিক মো. মহিউদ্দিন। তিনি আজাদীকে বলেন, আমার গাড়িটি একেবারে নতুন। কাগজ পত্র সব ঠিক আছে। আমরা গাড়িটি চালিয়ে নাম্বারের জন্য যাচ্ছিলাম। আমি সকালে মেহেদীবাগ থেকে গাড়িটি নিয়ে ইপিজেড এলাকায় আমার বন্ধুকে নিয়ে পোর্ট কানেক্টিং হয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে উঠার আগে ফৌজদারহাট টোল রোডের গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আমাদের গাড়িটি সামান্য স্পিডে থাকলেও রোডটি যত বড় করা হয়েছে গাড়ি ঘুরানোর জন্য যে গোল চত্বরটি করা হয়েছে সেটা একেবারেই ছোট। যার কারণে আমাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। আমার ড্রাইভারের তেমন কিছু না হলেও আমার বন্ধু ব্যবসায়ী তাসনিম বিন সাইফুলের মাথা ফেটে গেছে। মার মাথায় ১১টি সেলাই হয়েছে। আমি পায়েহাতে এবং ঘাড়ে আহত হয়েছি। আমার পা থেকে প্রচুর রক্ষা ক্ষরণ হয়েছে। আমার বন্ধু এবং আমি এখন বাসায় আছি।

স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি জোরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুুঁটর সাথে ধাক্কা লাগার সাথে সাথে বিদ্যুতের খুঁটিটি ভেঙ্গে পড়ে যায়। এসময় পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। হাইওয়ে পুলিশসহ লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধ৫৫ ঘণ্টা পর আরও এক জেলে উদ্ধার, এখনও নিখোঁজ দুই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নতুন কার্যালয় উদ্বোধন