নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবাইদা বেগম সুমি ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য

 

রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ চৌধুরী, দক্ষিণ নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর চৌধুরী, উভয়

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে স্বরচিতা রায় ও নাসিমা আক্তার, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন, মনসুর আলম, ডাক্তার বাসু দেব, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৭৫জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিসিপিএ দাবা লীগ শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন