রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “ফ্রেন্ডস সরফভাটা এসএসসি ব্যাচ–৯২” এর পক্ষ থেকে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে সরফভাটার ইত্যাদি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী। আবদুল করিম চৌধুরী‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ শামসুল ইসলাম।
, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হারুন, মোহাম্মদ আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নবীর হোসেন মাষ্টার, মোহাম্মদ কবির, নাজমুল হুদা, কাজী শওকত, শাহ আলম পাভেল, মাষ্টার সন্তোষ প্রমুখ।