বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ক্বারী রেজাউল মোস্তফা জাতীয় পর্যায়ে তৃতীয় হলেন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ক্বারী নির্বাচিত হওয়া মুহাম্মদ রেজাউল মোস্তফা জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচলাইশ থানা, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। জাতীয় পর্যায়ে তিনি সিনিয়র গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন।

গতকাল ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মুহাম্মদ রেজাউল মোস্তফা সহ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ। চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়ার শিক্ষার্থী মুহাম্মদ রেজাউল মোস্তফা দেশের অন্যতম সেরা ক্বারী নির্বাচিত হওয়ায় জামেয়ার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

মুহাম্মদ রেজাউল মোস্তফা আনোয়ারা থানাধীন গহিরার মাওলানা আবদুল ওয়াহেদ এবং পারভীন আকতারের পুত্র। তার পিতা মাওলানা আবদুল ওয়াহেদ স্থানীয় একটি মসজিদের খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধযক্ষ্মামুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধবর্ষার আগে খালের প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ সুজনের