আশা আর কষ্ট যেন অঙ্গাঅঙ্গি জড়ানো কিছু। অদেখা, অস্পষ্ট একটা অনুভূতি এই আশা। আমরা প্রতিক্ষণে আশা করি, স্বপ্নের জাল বুনি। ওই আশা ভঙ্গ হলেই আমরা কষ্ট পাই। কষ্ট পেলে হতাশায় ভুগি। আমরা বলি জীবনটা শেষ, স্বপ্ন শেষ কিন্তু আমি মনে করি না তা সত্য। আমাদের আশা ভাঙে, কষ্ট পাই, হতাশ হই তবে থেমে যাই না বা থেমে যাবো না। কেন থামবো? সে কষ্ট, সে হতাশা কাটিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াই, আবার শুরু করি পথ চলা। ঘুরে দাঁড়ানো পথ চলাটা হয় আরো শক্তিশালী। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসুক ঢেউ এর মতো থেমে থেমে। আর কষ্টে কষ্টে ঝালাই হোক ওই মানুষটা।
শক্ত হোক মনোবল। আশা, হতাশা, কষ্ট, সফলতা যেন এক সুতোয় গাঁথা রয়েছে। আমরা শুধু খুঁজে নিবো, বুঝে নিবো। পথ চলবো পরম নির্ভরতায়। আমাদের মনে রাখতে হবে পায়ের নীচে মাটিটা নড়বড়ে নয়, খুবই শক্ত। আমাদের আশা শেষ হয় না। হতে দেয়া যায় না কারণ মানুষ জীবনকে ভালোবাসে। যিনি ফুলের বাগান করেন তিনি ভালোবেসে বিশ্বাস থেকেই করেন।
ভালোবাসেন বলেই ফুলগাছগুলোর যত্ন করেন এই আশা নিয়ে যে, তার বাগান ফুলের হাসিতে ভরে উঠবে। তাই আমরা হতাশায় গুটিয়ে থাকবো না, আমরা কষ্ট পাবো মাটিতে লুটিয়ে পড়বো আবার উঠে দাঁড়াবো। আশায় বাঁচবো, ভরসায় পথ চলবো, ওই আকাশটা দখল করে স্বপ্ন নিয়ে উড়ে বেড়াবো। এটাই মানব জীবন হওয়া উচিৎ এবং এটাই জরুরি।