চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া : গতকাল সোমবার দুপুরে রাঙ্গুনিয়া কাদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ধোপাঘাট এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ আজওয়াদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. লিয়াকত বলেন, খেলার সময় আজওয়াদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা পুকুরের পানিতে খোঁজ করলে তার নিথর দেহ পুকুরের ঘাটের পাশে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা দোভাষী বাজার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।
লোহাগাড়া : গতকাল সোমবার দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুরাতন থানা রোডস্থ বরকত আলী পাড়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ তাহসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিশু তাহসান উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বেপারি পাড়ার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের পুত্র ও পুরাতন থানা রোডস্থ মারকাজুল কোরআন আল–ইসলামী (প্রাইভেট) হিফজ মাদ্রাসার ছাত্র। সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে সবার অজান্তে খেলাচ্ছলে বাসার সামনে পুকুরে পড়ে যায় তাহসান। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহসানকে মৃত ঘোষণা করেন। একইদিন বিকেলে জানাজা শেষে সামাজিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।