চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। গতকাল সোমবার নগরের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত উপ–কমিশনার আসিফ মহিউদ্দীন দৈনিক আজাদীকে বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। চক্রের সব সদস্যকে গ্রেপ্তারে অপারেশন চলছে। আগামীকাল (আজ মঙ্গলবার) প্রেস কনফারেন্স করে বিস্তারিত তুলে ধরা হবে।
এদিকে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, উত্তর পতেঙ্গার মুসলিমাবাদ, কাঠগড়, নারকেলতলা ও খালপাড় থেকে হ্যাকের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে দক্ষিণ হালিশহর থেকে গ্রেপ্তার করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, পাঁচটি ওয়ার্ডের আইডি ব্যবহার করে গত ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা। এর মধ্যে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আইডি ব্যবহার করে ৪০৯টি, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ৮৪টি, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের আইডি ব্যবহার করে ৪০টি, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের আইডি হ্যাক করে ১০টি এবং ৩২ নং আন্দরকিল্লাহ ওয়ার্ডের আইডি হ্যাক করে ইস্যু করা হয় ৪টি জন্মনিবন্ধন সনদ। হ্যাকের ঘটনার পর গত রোববার উত্তর কাট্টলীতে এবং গতকাল সোমবার থেকে উত্তর পতেঙ্গা ওয়ার্ড কার্যালয়ে জন্মনিবন্ধন ইস্যু সাময়িক বন্ধ রাখা হয়েছে।











