সাতকানিয়ায় ডলুনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার সোনাকানিয়ার গারাঙ্গিয়া এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা যায়, ডলুনদীর সাতকানিয়ার গারাঙ্গিয়া অংশে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
খবর পেয়ে আজ সোমবার বিকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় গারাঙ্গিয়ার সওদাগর পাড়ার আবুল কাশেমের পুত্র মো. শফিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।












