চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ আজওয়াদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে কোদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ধোপাঘাট এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. লিয়াকত বলেন, “খেলার কোনো এক সময় আজওয়াদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে সবাই তাকে খুঁজতে বের হন। পরে স্বজনরা পুকুরের পানিতে খোঁজ করলে তার নিথর দেহ পুকুরের ঘাটের পাশে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা দোভাষী বাজার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
চন্দ্রঘোনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পানিতে ডুবে যাওয়া শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানান।











