নির্জন স্থানে নিয়ে রগ কেটে স্ত্রীকে হত্যার চেষ্টা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৪:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এক নারীর দুই হাতের রগ এবং ডান পায়ের রগ কেটে দিয়েছে স্বামী। গতকাল শনিবার বিকালে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজের দক্ষিণ পাশে পুরাতন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী মো. ইয়াকুবকে (৪০) আটক করে এবং তার ব্যবহৃত চাকু উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহামীরপুর নতুনপাড়া ৭ নং ওর্য়াড এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মো. ইয়াকুবের সাথে ৯ বছর আগে একই উপজেলারদক্ষিণ শাহ মিরপুর জাকিরপাড়া এলাকার মৃত আবুল কালামের কন্যা খুরশিদা আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। এর জেরে স্বামী মো. ইয়াকুব তার স্ত্রীকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে শনিবার বিকালে তৈলারদ্বীপ ব্রিজের দক্ষিণ পাশে পুরাতন ঘাট এলাকায় এনে ধারালো চাকু দিয়ে স্ত্রীর দুই হাতের কব্জির রগ এবং ডান পায়ের গোড়ালির রগ কেটে হত্যা করতে চায়। ঘটনার পর খুরশিদার চিৎকারে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে এবং আহত খুরশিদাকে চমেক হাসপাতালে প্রেরণ করে।

বাঁশখালী থানার এসআই রাজীব পোদ্দার বলেন, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়েছে ৫ পরিবারের বসতঘর
পরবর্তী নিবন্ধগোলাগুলি ও আগুন নেই, আছে কেবল দুর্ভোগ