চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১.৪৪ কোটি টাকা। ৫,৪০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪৭৬.১৭ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৭.০২ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৯.৬৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৮৮৪.৯৯ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৫,২৭১.৭৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৭,০৭৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৯ টির।