নার্সারি টা পাস করে সে
ভর্তি হলো কেজি
হরেক রকম বইয়ের বোঝা
আট থেকে দশ কেজি।
বইভরতি ব্যাগটা নিয়ে
যখন সোজা হাঁটে
দেখলে মনে হয় যে মরুর
উট চলেছে হাটে।
সকাল বিকাল শুধুই পড়া
খেলার সময় লাটে
আট বছরের এই ছেলেটার
এমনি সময় কাটে।
নাওয়া খাওয়ার ফাঁকতালে,
যে সময়টুকু পায়
ক্রিকেট বলে ছক্কা হাঁকায়
ঘরেই টেকা দায়।
এই শহরে এই শিশুরা
বাড়ছে এমন করে
এমনি ভাবে বাড়বে ওরা
আর কতকাল ধরে?