বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের ট্রেনিং প্রোগ্রামের সমাপনী

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের আয়োজিত ‘ট্রেনিং অন ট্রায়াল এডভোকেসি এন্ড লিটিগেশন স্কিল’ ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান গতকাল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইকিইউএসি মিলনায়তনে আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর শিফাত শারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এ.বি.এম আবু নোমান। আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেনিং প্রোগ্রামের কোঅর্ডিনেটর আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, বিদায়ী ব্যাচের ছাত্রী সৈয়দা তাসফী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, ট্রেনিং প্রোগ্রামের কোঅর্ডিনেটর আইন বিভাগের শিক্ষক রিদুয়ানুল হক, আইন বিভাগের শিক্ষক খাদিজাতুল কোবরা, সিদরাতুল মুনতাহা তৃনা, তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনীল নদ তার নাম
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রাম কাস্টমস এজেন্টস ফোরামের মতবিনিময় সভা