নূপুরের নাচ হাফিজুর রহমান | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ নূপুর নাচে সকাল দুপুর আলতা রাঙ্গা পায়ে, রিনিঝিনি বাজেরে ঘুঙুর তালে দুলানো গায়ে। ছুটে আসে দোয়েল পাখি গান গায় নাচ দেখে, গাছে–গাছে তবলা বাজে কচি পাতা বায়ু মেখে। শালিক পাখি তালি দিতে তিড়িং বিড়িং লাফায়, নূপুর নাচে সকাল দুপুর বাড়ির উঠান কাঁপায়!