ডাঙায় সাঁতার শেখা

মোঃ রতন ইসলাম

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

জগাই কাকু ডাঙায় শুয়ে দিচ্ছিল চিৎসাঁতার,

কিশোরবুড়ো অবাক ভেবে এটা কেমন পাথার!

উড়ছে ধুলো,মাটির পরে আঁকছে নখের আঁচড়,

ধুলোর ডাঙা দেবেই পাড়ি তিনি বড্ড নাছোড়।

একস্থানেই থেমে আছে হাতপা দোলায় খালি,

পানির বদল নাকেমুখে ঢুকছে উড়ো বালি।

পিঁপড়ে বুঝি কামড়ে গেছে চুলকালো পিঠ নাড়ি,

বলল হেসে সুড়সুড়ি দেয় বোয়ালমাছের দাড়ি।

বলল আবার ডুব দেবো না লুঙ্গিটা বেশ ফাটা,

সেথায় আবার গুঁতো দেবে ট্যাংরামাছের কাঁটা।

কভু আবার হাতপা গুলো জোরে দিল দোল সে,

বলল এবার পড়ল পিছে পুঁটিটাকিখোলসে।

গাঁয়ের সবাই দেখতেছিল কাকুর মজার নাটক,

হঠাৎ এসে জগাই কাকি করল তাকে আটক।

হচ্ছে কীসব! চেঁচায় কাকি চোখদুটিও রাঙায়,

বলল কাকু,শিখছি সাঁতার জল না খেয়ে ডাঙায়!

পূর্ববর্তী নিবন্ধএকটি ছেলে
পরবর্তী নিবন্ধনূপুরের নাচ