বিপিএলকে ঘিরে ক্রিকেট বোর্ডের নানা পদক্ষেপের সমালোচনার যেন শেষ নেই। প্রতিনিয়তই নানা সমালোচনায় বিদ্ধ হচ্ছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম। এবার নানা বিতর্কের মাঝে ঘটল আরেক কান্ড। এবার মাঠে ঢুকে পড়ল দর্শক। অবশ্য জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে দর্শক ঢুকে পড়ার বিষয়টি নতুন কোন ঘটনা নয়। এর আগে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে ফুল নিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন এক সাকিব ভক্ত।
এবার ঢুকলেন মাশরাফি ভক্ত। গতকাল দিনের প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সের ব্যাটিংয়ের সময় মাঠে ঢুকে পড়ে এক দর্শক। পাওয়ার প্লে’র শেষ ওভারে তখন বল করছিলেন সিলেটের বোলার ইমাদ ওয়াসিম। দ্বিতীয় বলে দিলশান মুনাবিরাকে ফিরিয়ে যখন উল্লাস করছিল সিলেটের ক্রিকেটাররা ঠিক তখনই পশ্চিম গ্যালারি থেকে কাটা তার টপকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। সোজা দৌড়ে গিয়ে মাশরাফির পায়ের উপর লুটিয়ে পড়েন। এরপর মাশরাফিকে কুর্ণিশ করেন। এসময় মাশরাফি তাকে বুকে জড়িয়ে ধরেন। তবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত মাঠে ঢুকে তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান।
মাঠে ঢুকে পড়া ১৫ বছর বয়সী তরুণ লুৎফর রহমান হীরা ময়মনসিংহের ত্রিশালে থাকেন। সে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। পাশাপাশি একটি কারখানায় চাকরি করেন। টাকা না থাকায় প্রিয় তারকা মাশরাফিকে দেখতে নিজের মোবাইল বিক্রি করে গতকাল ভোরে চট্টগ্রামে আসেন এই তরুণ। পুলিশ এবং বিসিবির নিরাপত্তা কর্মীরা এই তরুণকে আটক করে নিয়ে গেলেও মাশরাফি পাহাড়তলী থানায় ফোন করে তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ না নেয়ার অনুরোধ করেছেন বলে জানা গেছে। ক্রিকেটারদের নিয়ে ভক্তদের এমন পাগলা ঘটনার যেন শেষ নেই। গত বৃহস্পতিবার লালখান বাজার এলাকায় একটি জুতার শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানেও ঘটে এক অনাকাংখিত ঘটনা। সে অনুষ্ঠানে এক ভক্ত জড়িয়ে ধরেছিল সাকিবকে।