সাম্পান

ওসমান গণি | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

আলো হাওয়া ঠেলে সাম্পান যাচ্ছে
কর্ণফুলি বেয়ে প্রেমাশিয়া রৌদ্রছায়া ঘাটে

সময়বিহীন স্তব্ধ জল মনতলে
পুবের আত্নীয় বুলবুলের নৃত্যকলা বাজায়
কী যে আমার ভিতর বাউল ও মুর্শিদ

সুদীর্ঘ অন্ধকার
অরুন্তুদ আলোয় পাহাড় মাপছি

নদী যতদূর গেছে ততোদূর খুঁজি
তোমাদের কুটিরে পৌঁছাতে,

সূয্যিদীঘল ভোরেই সন্ধ্যা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্নানঘরে মৃত্যুর স্নান
পরবর্তী নিবন্ধ‘সমস্ত সাহিত্যকর্মই আত্মজৈবনিক’ আইজাক বাশেভিস সিঙ্গার