সাউদার্ন মেডিকেলে অভিযান ইন্টার্ন চিকিৎসক প্রত্যাহার

সেবাপ্রার্থীর সাথে দুর্ব্যবহার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতকের পিতার সাথে দুর্ব্যবহার করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের একটি টিম। একপর্যায়ে ঘটনার সাথে জড়িত এক ইন্টার্ন চিকিৎসককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্যদেরকেও সতর্ক করা হয়েছে। গত সোমবার রাতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে হাসপাতালটিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় খুলশী থানা পুলিশের একটি টিমও সেখানে উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, মো. সোহেল নামের সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের পিতার অভিযোগের প্রেক্ষিতে এবং জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসক তানভীরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন এবং অন্যান্যদের সতর্ক করেন। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে আমাদের কাছে অঙ্গীকার করেন হাসপাতালটির পরিচালক ডা. মনসুর।

পূর্ববর্তী নিবন্ধদুর্বার প্রগতি সংগঠনের যুগপূর্তি উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধক্যান্সারাক্রান্ত শিশুর পাশে মেট্রোপলিটন লায়ন্স ক্লাব