অলংকার মোড়ের ইলিয়াছ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। কর্মরত কর্মীদের নেই হেলথ ফিটনেস সনদ। এসব অপরাধে নগরের অলংকার মোড়ের ইলিয়াছ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে বায়েজিদ বোস্তামী সড়কে উভয়পাশের রাস্তা অংশ ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশীতার্ত মানুষের কষ্ট লাঘবে সবার এগিয়ে আসা উচিত