‘মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে গত ৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব-উর রহমান রুহেল, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রফেসর কনক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।
অতিথি ছিলেন উপদেষ্টা এস জোহা চৌধুরী, সাবেক উপদেষ্টা এ জে শহিদুল্লাহ, উপদেষ্টা এড. আবদুল মান্নান, কামরুল হাসান হারুন, এড. মুজিবুর রহমান ফারুখ, লায়ন তাহের আহমদ, মাহফুজুল হক মনি, মহিউদ্দিন শাহ আলম নিপু, আবদুল হাশিম চৌধুরী, উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। আইটি বিশেষজ্ঞ মাহবুব-উর রহমান রুহেল বলেন, আপনারা জানেন মিরসরাইয়ের ইছাখালীতে ৩০ হাজার একর চরাঞ্চলজুড়ে গড়ে উঠছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল।
মিরসরাইয়ের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিকল্পনায় এই বিশাল কর্মযজ্ঞ এখন দৃশ্যমান। এরকম একটি শিল্পশহর প্রতিষ্ঠিত হলে মিরসরাই হবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো শহর। পুরো কাজ শেষ হলে এখানে কর্মসংস্থান হবে প্রায় ৩০ লাখ লোকের। অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জনকে বিশেষ সম্মাননা ও ১৮ জন দাতা ও ১৭ জন পৃষ্ঠপোষক সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।
বিশেষ সন্মাননাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, সিভাসুর ভিসি অধ্যাপক ড. এ সে এম লুৎফুল আহসান, জেলা পাবলিক প্রসিকিউটর এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, রওশন আরা রত্না, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কোয়াবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাজহার উল্যাহ মিয়া ও মোহাম্মদ রিয়াদ। বক্তব্য রাখেন, এস এম মহিউদ্দিন, মো. ইউনুছ ভূইয়া, তৌহিদ উদ দৌজা ভূইয়া, এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, মানিক রতন শর্মা, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, আরিফ মঈনুদ্দীন, তাওসিফ ইমরাজ শিহান, রাশেদা আক্তার মুন্নী, নিজাম উদ্দিন হারুন, মো. আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, এড. এমরান উদ্দিন স্বপন, মো. ইসমাইল নিজামী সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।